April 28, 2025, 6:20 pm

Murder case against 408 people including Iresh Zaker

  • Update Time : Monday, April 28, 2025
  • 1 Time View
Murder case against 408 people

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় অভিনেতা ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

মামলার খবর প্রকাশ্যে আসতেই শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতা এই মামলাকে ‘গায়েবী’ ও ‘হতাশাজনক’ আখ্যায়িত করেছেন। তারা দাবি করেছেন, ইরেশ যাকের বৈষম্যবিরোধী এবং জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন করেছেন। তাই তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ দুঃখজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। আমরা আগেও দেখেছি যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে।” নির্মাতা আশফাক নিপুণ মন্তব্য করেন, “উনার প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তদন্ত হোক, তবে উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এতে সত্যিকার আসামিদের পরিত্রাণের সুযোগ তৈরি হচ্ছে।” অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা বলেন, “প্রথমে দুর্নীতির অভিযোগ, তারপর হত্যা মামলা; এই সংযোগ কাকতালীয় নয়।”
নির্মাতা শিহাব শাহীন মন্তব্য করেন, “জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন ইরেশ যাকের, তার বিরুদ্ধেই হত্যা মামলা করা হয়েছে।” প্রযোজক রেদওয়ান রনি বলেন, “এটি একটি সুস্পষ্ট ষড়যন্ত্র এবং এর মাধ্যমে মূল অপরাধীদের আড়াল করার অপচেষ্টা চলছে।”

এছাড়া আরজে কিবরিয়াসহ আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dailysdiganta
Design & Developed BD IT HOST